জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ‘জুলাই বিপ্লব ২০২৪’-এর বর্ষপূর্তি উদ্যাপন উপলক্ষে (৩১ জুলাই ২০২৫) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে “জুলাই বিপ্লব’২৪ ও বৈষম্যহীন বাংলাদেশ: সুযোগ, সমস্যা ও উত্তরণ” শীর্ষক আলোচনা সভা ও প্রবন্ধ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
অনুষ্ঠানের শুরুতে ‘জুলাই বিপ্লব’ বিষয়ে জাতীয় ও আন্তর্জাতিকভাবে তৈরি একটি প্রামাণ্যচিত্র (ডকুমেন্টারি) প্রদর্শিত হয়। প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শিত এই চিত্রটি বিপ্লবের তাৎপর্য ও প্রভাবকে বাস্তব প্রেক্ষাপটে নতুনভাবে উপলব্ধির সুযোগ করে দেয়।
আলোচনার মূল পর্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন। তিনি বলেন, আজকের আলোচনা শুধু স্মরণ নয়, বরং রাষ্ট্রবিজ্ঞানের নৈতিক দায়িত্ব ও বুদ্ধিবৃত্তিক জবাবদিহিতা নিয়ে গবেষণার আহ্বান। ফ্যাসিবাদী শাসনব্যবস্থার উত্থানে রাষ্ট্রবিজ্ঞানীদের নিরবতা বা ভুল ব্যাখ্যা ভূমিকা রেখেছে—এই ব্যর্থতা থেকে আমাদের শিখতে হবে। তিনি আরও বলেন, জুলাই বিপ্লবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবদান ইতিহাসে অনস্বীকার্য হলেও, দুঃখজনকভাবে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখনও চরম বৈষম্যের শিকার।
অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইতিহাস বিভাগের অধ্যাপক ও বহিরাঙ্গণ কার্যক্রমের পরিচালক ড. নাছির আহমাদ এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ও জুলাই যোদ্ধা জনাব মেহেদী হাসান হিমেল। এছাড়াও বিভাগের কয়েকজন শিক্ষার্থী ও অন্যতম জুলাই যোদ্ধারা বিপ্লবের সময়কালের স্মৃতি রোমন্থন করেন। আলোচকরা তাঁদের বক্তব্যে ২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত ঘটনাবলির ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন। বক্তারা জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছিলেন আন্দোলনের সম্মুখ সারিতে, অনেকেই আহত ও শহিদ হয়েছেন। এ বিশ্ববিদ্যালয় ছিল কার্যত আন্দোলনের ‘পাওয়ার হাউজ’। কিন্তু ৫ আগস্টের পরও জবির শিক্ষার্থীদের মৌলিক দাবি আদায়ে ঘন ঘন আন্দোলন করতে হচ্ছে, যা বৈষম্য স্পষ্টভাবে তুলে ধরে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. মোঃ ময়েনুল হক। স্বাগত বক্তব্য রাখেন উদ্যাপন কমিটির আহ্বায়ক ড. নঈম আকতার সিদ্দিক এবং সমাপনী বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি-এর সহকারী পরিচালক জনাব মেসবাহ-উল-আজম সওদাগর।
আয়োজনের অংশ হিসেবে অনুষ্ঠিত প্রবন্ধ প্রতিযোগিতায় বিভাগীয় শিক্ষার্থী আইরিন জাহান (২০তম ব্যাচ) সেরা পুরস্কার অর্জন করেন।
আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, জুলাই যোদ্ধাসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।