জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ‘জুলাই বিপ্লব ২০২৪’ উদ্যাপন উপলক্ষে উদ্ভিদবিজ্ঞান বিভাগের উদ্যোগে রবিবার (৩ আগস্ট ২০২৫) অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা, প্রবন্ধ প্রতিযোগিতা ও বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন। তিনি বলেন, গুম, খুনের বিচার করতে না পারলে ফ্যাসিবাদের জন্ম হবেই। জুলাই আন্দোলনের সময় যেসব শিক্ষার্থী নিহত হন, তারা যদি আমাদের নিজ সন্তান হত, তাহলে আমাদের অনুভূতি আরও গভীর হতো। রাজনীতিতে মতভেদ থাকতেই পারে, তবে তা যেনো কারো ক্ষতির কারণ না হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্বার্থে কোনো আপস নয়। যাঁরা জুলাই বিপ্লব সাধন করেছেন, তাঁদের অবদান প্রশ্নাতীত।
অনুষ্ঠানে আলোচক হিসেবে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন। তিনি বলেন, বিপ্লব বারবার হয়েছে, এর মূল কারণ হচ্ছে বৈষম্য। আর বাঙালিকে বৈষম্য দিয়ে আটকে রাখা যাবে না।
আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, এই দেশকে সম্পূর্ণরূপে ফ্যাসিবাদমুক্ত করতে হবে। নতুন কোনো ফ্যাসিবাদের আবির্ভাব যেন না হয়, সে বিষয়ে শিক্ষার্থীদের সচেতন থাকতে হবে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাহরিয়ার আহম্মদ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন আয়োজন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. কাজী সাখাওয়াত হোসেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় “জুলাই বিপ্লব ২০২৪ ও বৈষম্যহীন বাংলাদেশ: সুযোগ, সমস্যা ও উত্তরণ” শীর্ষক প্রবন্ধ প্রতিযোগিতা এবং বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ। প্রবন্ধ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন বিভাগের ১৬তম ব্যাচের শিক্ষার্থী সুমাইয়া প্রভা।
বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হয় ১৬তম ব্যাচের দল “ওফিওগ্লোসাম” এবং রানারআপ হয় ১৯তম ব্যাচের দল “ইউগ্লেনা”। আলোচনা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।