‘জুলাই বিপ্লব ২০২৪’ উদ্যাপন উপলক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের আয়োজনে আজ সোমবার আলোচনা সভা, প্রবন্ধ ও বিতর্ক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মল্লিক আকরাম হোসেন। তিনি তাঁর বক্তব্যে নতুন প্রজন্মকে সততা ও ন্যায়নিষ্ঠার পথে চলার আহ্বান জানিয়ে বলেন, জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে সামাজিক ও ব্যক্তিগত জীবনে সততার বিকল্প নেই।
প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. লাইসা আহমদ লিসার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া। তিনি বলেন, ১৯৫২ থেকে ১৯৭১ এবং পরবর্তীতে নব্বইয়ের গণঅভ্যুত্থানসহ প্রতিটি আন্দোলনই ইতিহাসে বিশেষ তাৎপর্য বহন করে। একই ধারাবাহিকতায় জুলাই ২০২৪-এর বিপ্লবও বৈষম্যবিরোধী সংগ্রামে একটি মাইলফলক।
আয়োজিত প্রবন্ধ প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেন বিভাগের ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থী নাহিয়ান ফেরদৌস নাবিল। এছাড়া “জুলাই বিপ্লব ২০২৪ শিক্ষাঙ্গনে সুফল বয়ে এনেছে” শীর্ষক বিতর্ক প্রতিযোগিতায় বিভাগটির গ্রুপ-বি চ্যাম্পিয়ন হয়। চ্যাম্পিয়ন দলের সদস্যদের মধ্যে ছিল সৌগত জোয়ার্দ্দার (৪র্থ ব্যাচ), আব্দুস সালাম (৪র্থ ব্যাচ) ও শারমিন সুলতানা (৬ষ্ঠ ব্যাচ)। সর্বোত্তম বক্তা নির্বাচিত হন সৌগত জোয়ার্দ্দার।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ড. মোঃ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।