logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

‘শরত আলোর কমল বনে’ শীর্ষক অনুষ্ঠান

  • Published
  • 04 Sep, 2025
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সংগীত বিভাগের আয়োজনে প্রিয় ঋতু শরৎ উদ্‌যাপন উপলক্ষ্যে এক মনোজ্ঞ সাংস্কৃতিকঅনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ‘শরত আলোর কমল বনে’ শীর্ষক এ অনুষ্ঠানটি বুধবার (৩ সেপ্টেম্বর, ২০২৫) বিশ্ববিদ্যালয়ের গীতাঞ্জলি মঞ্চে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি। তিনি বলেন, শরৎ ঋতুর একটি বিশেষ স্বাতন্ত্র্য ও শুভ্রতা রয়েছে। এ ধরনের অভিনব ও উদ্ভাবনী প্রোগ্রাম আয়োজন সত্যিই প্রশংসনীয়। তিনি সংগীত বিভাগকে এমন সৃজনশীল আয়োজনের জন্য ধন্যবাদ জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন এবং কলা অনুষদের ডিন অধ্যাপক ড. হোসনে আরা বেগম। সংগীত বিভাগের চেয়ারম্যান ড. অণিমা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. ঝুমুর আহমেদ।
বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, স্বল্প সামর্থ্য দিয়ে অসাধারণ, রুচিশীল, মানসম্পন্ন সৌন্দর্যবোধের বহিঃপ্রকাশ ঘটতে পারে, এই অনুষ্ঠানটি তারই প্রমাণ। এই বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা সবসময়ই সৃজনশীলতায় পারদর্শী। আমাদের বিশ্ববিদ্যালয়ের পরিবেশ যেন শরতের মতোই প্রশান্তিময় হয়, সেই কামনা করছি।
অনুষ্ঠানে একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সংগীতশিল্পী ফেরদৌস আরা আমন্ত্রিত শিল্পী হিসেবে তার কণ্ঠে গান পরিবেশন করেন। সংগীত বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে নানা ধরনের গান, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপিত হয়, যা দর্শকদের কাছে ব্যাপকভাবে সমাদৃত হয়।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ অনুষ্ঠানটি উপভোগ করেন।