জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গবেষণা সেলের উদ্যোগে ২০২৫-২৬ অর্থ বছরের শিক্ষকবৃন্দের দাখিলকৃত গবেষণা প্রকল্প প্রস্তাবনা রিভিউ কার্যক্রমের উদ্বোধন মঙ্গলবার (৯ সেপ্টেম্বর ২০২৫) বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে।
রিভিউ কমিটির চিফ রিভিউয়ার হিসেবে দায়িত্ব পালন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি। তিনি গবেষণা প্রকল্পসমূহের গুণগত মান বজায় রাখার গুরুত্ব তুলে ধরে রিভিউয়ারদের নিরপেক্ষ মতামত প্রদানের বিষয়ে সুস্পষ্ট দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি শিক্ষার্থীদের গবেষণায় সম্পৃক্ত করার ওপর তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেন। এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, শিক্ষকদের গবেষণা সহকারী হিসেবে শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা হলে তারা গবেষণায় অংশগ্রহণের সুযোগ পাবে, দক্ষতা উন্নয়ন ঘটবে এবং কিছু আর্থিক সুবিধাও ভোগ করতে পারবে। তদুপরি, নতুন মতামত ও দৃষ্টিভঙ্গি সংযোজনের মাধ্যমে গবেষণা প্রস্তাবনাগুলোকে আরও আকর্ষণীয় ও মানোন্নত করার প্রয়োজনীয়তার কথাও তিনি জোর দিয়ে বলেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন। তিনি তাঁর বক্তব্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রকল্প প্রস্তাবনা রিভিউয়ার প্রক্রিয়ার মাধ্যমে মানসম্মত গবেষণা নিশ্চিত হবে এবং নতুন জ্ঞান সৃষ্টিতে অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এছাড়া অনুষদভিত্তিক রিভিউ কমিটির আহ্বায়ক হিসেবে বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন—কলা অনুষদের ডিন অধ্যাপক ড. হোসনে আরা বেগম, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. পরিমল বালা, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সানজিদা ফারহানা, আইন অনুষদের ডিন জনাব খ্রীষ্টিন রিচার্ডসন, লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মল্লিক আকরাম হোসেন এবং চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মোহাঃ আলপ্তগীন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রিভিউ কমিটির সদস্য সচিব ও গবেষণা সেলের পরিচালক অধ্যাপক ড. ইমরানুল হক।
উল্লেখ্য, এ রিভিউ কার্যক্রমে রাজধানী ঢাকা ও এর নিকটস্থ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আগত শিক্ষকবৃন্দ রিভিউয়ার হিসেবে অংশগ্রহণ করবেন। আগামী চার দিনব্যাপী (৯, ১০, ১৪ ও ১৫ সেপ্টেম্বর) এই কার্যক্রম চলবে।