logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকায় যানজট নিরসনে বাস স্ট্যান্ড সরানো সংক্রান্ত সভা অনুষ্ঠিত

  • Published
  • 08 Sep, 2025
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাস সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে চলমান যানজট ও অবৈধ বাসস্ট্যান্ড সমস্যার কার্যকর সমাধানের লক্ষ্যে ৭ সেপ্টেম্বর ২০২৫ (রবিবার) এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি-এর সভাপতিত্বে তাঁর সভাকক্ষে আয়োজিত এই সভায় রায়সাহেববাজার থেকে বাহাদুর শাহ পার্ক পর্যন্ত রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সিদ্ধান্ত অনুযায়ী, দুপুর ১২টা থেকে আগামী সাতদিন কোনো ধরনের বাস রায়সাহেব বাজার থেকে বাহাদুর শাহ পার্ক এলাকায় প্রবেশ করবে না। উক্ত সময়সীমার মধ্যে, রায়সাহেব বাজার থেকে আসা সব ধরনের বাস ধোলাইখালের গোয়ালঘাট পয়েন্ট থেকে ইউটার্ন নিয়ে নিজ নিজ গন্তব্যে ফিরে যাবে।
এছাড়াও, পরবর্তী সাতদিনের মধ্যে ট্রাফিক বিভাগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং বাস মালিক সমিতি যৌথভাবে একটি কার্যকর ও টেকসই নীতিমালা প্রণয়ন করবে, যা স্থায়ীভাবে এই সমস্যা নিরসনে সহায়ক হবে। পরিস্থিতি পর্যালোচনা করে আগামী সাতদিন পর সংশ্লিষ্ট সকল পক্ষকে নিয়ে আরেকটি সভা আয়োজনের ঘোষণা দেওয়া হয়।
সভায় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ মোশাররাফ হোসেন এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন, বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক, শিক্ষার্থী সংশ্লিষ্ট কমিটির সদস্যবৃন্দসহ অন্যান্য শিক্ষকবৃন্দ, লালবাগ জোনের ডিসি ট্রাফিক মোঃ মফিজুল ইসলাম, এসি ট্রাফিক মাহতাব হোসেনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং ঢাকা সড়ক পরিবহন সমিতির গোলাম জিলানী চৌধুরী টিপু সহ বিভিন্ন বাস পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।