logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘ডিজাইনিং ওবিই কারিকুলাম’ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

  • Published
  • 15 Sep, 2025
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে ‘ডিজাইনিং ওবিই কারিকুলাম’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা ১১ সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে Outcome Based Education (ওবিই) কারিকুলাম প্রণয়নের কার্যক্রম দীর্ঘদিন ধরে চলমান। ইতোমধ্যে বিভিন্ন বিভাগে কাজ শেষ হলেও মানোন্নয়নের লক্ষ্যে বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে কিছু ক্ষেত্রে অতিরিক্ত সময় ব্যয় করা হচ্ছে। তিনি বলেন, উচ্চশিক্ষায় আন্তর্জাতিক স্বীকৃতির জন্য এই কারিকুলাম অত্যন্ত প্রয়োজনীয় এবং ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগে ওবিই কারিকুলাম অনুসরণ বাধ্যতামূলক হবে। উপাচার্য আশা প্রকাশ করেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য উদাহরণ হয়ে উঠবে।
বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের ওবিই কারিকুলাম শীঘ্রই সম্পন্ন হবে। তবে এর বাস্তবায়নে বিভিন্ন চ্যালেঞ্জ আসবে, যা সমাধান করে আমাদের এগিয়ে যেতে হবে। যদি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগ পারস্পরিক শেয়ারিং ও সহযোগিতার মাধ্যমে এই কারিকুলাম প্রণয়ন করে, তাহলে প্রতিটি বিভাগে একটি সুশৃঙ্খল ও মানসম্মত কারিকুলাম তৈরি হবে। এর মাধ্যমে আমাদের কারিকুলামের মান সারা দেশে প্রতিফলিত হবে বলে আমি আশাবাদী।
কর্মশালায় কী-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ আব্দুর রাজ্জাক। এছাড়া হামদার্দ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মঞ্জুরুল আলম এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোঃ আশরাফুল আলম পদার্থ ও রসায়ন বিভাগের কারিকুলাম সংক্রান্ত গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন।
আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোঃ আবু লায়েক কর্মশালার সভাপতিত্ব করেন। দিনব্যাপী এই প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের তিনটি বিভাগের—পদার্থ বিজ্ঞান বিভাগ, রসায়ন বিভাগ এবং সিএসই বিভাগের ওবিই কারিকুলাম কমিটির শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।