logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

সমাজকর্ম বিভাগে ‘ফিল্ড প্র্যাকটিকাম ওরিয়েন্টেশন প্রোগ্রাম’ অনুষ্ঠিত

  • Published
  • 16 Sep, 2025
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের ১৬তম ব্যাচের (২০২০-২১ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীদের ফিল্ড ওয়ার্কের ওরিয়েন্টেশন অনুষ্ঠান  সোমবার (১৫ সেপ্টেম্বর ২০২৫) বিভাগের শ্রেণিকক্ষে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি। তিনি তাঁর বক্তব্যে শিক্ষা জীবনের ইন্টার্নশিপ অভিজ্ঞতা শেয়ার করেন এবং বলেন, এ ধরনের ফিল্ড ওয়ার্ক শিক্ষার্থীদের একাডেমিক তাত্ত্বিক জ্ঞানকে বাস্তবে প্রয়োগের সুযোগ করে দেয়। শিক্ষার্থীরা যে সকল প্রতিষ্ঠানে ফিল্ড ওয়ার্ক ও ইন্টার্নশিপ করবে, সেসব প্রতিষ্ঠান যেন তাদের দায় হিসেবে না দেখে। কারণ শিক্ষার্থীরাই হচ্ছে ভবিষ্যৎ মানবসম্পদ। তাদেরকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলো এ থেকে উপকৃত হবে। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের নিজেদের অর্থবহ করে তুলতে হলে দক্ষতা, আন্তরিকতা ও ধৈর্যের সমন্বয় প্রয়োজন। এসব গুণের মাধ্যমে তারা মানসম্মত রিপোর্টিং করতে পারবে এবং ভবিষ্যতে সফল সোশ্যাল ওয়ার্কার হিসেবে প্রতিষ্ঠিত হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোস্তফা হাসান।
বিশেষ অতিথির বক্তব্যে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সানজিদা ফারহানা বলেন, শ্রেণিকক্ষে অর্জিত জ্ঞান তখনই প্রকৃত শেখা হয় যখন তা বাস্তব জীবনে প্রয়োগের সুযোগ মেলে। এ ধরনের ফিল্ড ওয়ার্ক শিক্ষার্থীদের জন্য তাত্ত্বিক জ্ঞান ও বাস্তব অভিজ্ঞতার মধ্যে একটি সেতুবন্ধন তৈরি করে।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন। তিনি ‘ফিল্ড প্র্যাকটিকাম ইন সোশ্যাল ওয়ার্ক: রেটোরিক অ্যান্ড রিয়েলিটি’ শীর্ষক আলোচনায় বলেন, এ ইন্টার্নশিপের মাধ্যমে শিক্ষার্থীরা ব্যবহারিক প্রশিক্ষণ গ্রহণের পাশাপাশি মনোসামাজিক সমস্যা অনুসন্ধান ও সমাধানের অভিজ্ঞতা অর্জন করবে। এর মাধ্যমে তারা অসুস্থ ও সামাজিক সক্ষমতা হারানো মানুষদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে ভূমিকা রাখতে পারবে। পাশাপাশি শিক্ষার্থীরা বিভিন্ন সংস্থা থেকে জ্ঞান অর্জনের মাধ্যমে গুণগতভাবে পার্থক্য তৈরি করতে পারবে এবং একজন দক্ষ ও পেশাদার সোশ্যাল ওয়ার্কার হিসেবে নিজেদের গড়ে তুলতে পারবে।
অতিথি বক্তাদের মধ্যে ইএসডিও’র সিনিয়র কো-অর্ডিনেটর মোঃ কামাল হোসেন এবং রমনা স্পেশাল স্কুলের প্রধান শিক্ষক মোসা. তাহমিনা পারভীন বক্তব্য রাখেন। তাঁরা সমাজসেবা কার্যক্রমের কার্যকর পরিধি এবং ফিল্ড ওয়ার্কের গুরুত্ব নিয়ে আলোকপাত করেন। এছাড়া বিভাগের দুইজন শিক্ষার্থী সমাজসেবা বিষয়ে নিজেদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন অধ্যাপক ড. মহসীন রেজা। এতে বিভাগের শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত বহিঃতত্ত্বাবধায়কগণ উপস্থিত ছিলেন।