logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

ইসলামিক ক্যালিগ্রাফি প্রতিযোগিতার উদ্বোধন

  • Published
  • 17 Sep, 2025
পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ পরিচালনা কমিটির আয়োজনে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর ২০২৫) বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ ভবনের নিচতলায় ইসলামিক ক্যালিগ্রাফি প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি।
এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন এবং বিশ্ববিদ্যালয়ের মসজিদ পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন উপস্থিত ছিলেন।
এছাড়াও চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মোহাঃ আলপ্তগীন এবং রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের পরিচালকবৃন্দ ও অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে এ বছরই প্রথমবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আগামী ২১ সেপ্টেম্বর কেন্দ্রীয়ভাবে এক অনুষ্ঠানের আয়োজন করা হবে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর মাননীয় ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। এ আয়োজনে বিভিন্ন প্রতিযোগিতা (কেরাত, নাতে রাসুল (সা.), রচনা প্রতিযোগিতা ও ইসলামিক ক্যালিওগ্রাফি) অনুষ্ঠিত হবে, যার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের প্রতিভা ও সৃজনশীলতা প্রকাশের সুযোগ পাবেন।