logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

ইসলামিক স্টাডিজ বিভাগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

  • Published
  • 17 Sep, 2025
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের আয়োজনে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর ২০২৫) বিভাগীয় শ্রেণিকক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে বিভাগের শিক্ষার্থীরা কেরাত, নাতে রাসুল (সা.), উপস্থিত বক্তৃতা ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি। তিনি তাঁর বক্তব্যে বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে শিক্ষক-শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। বিশেষ করে ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা তাদের মেধা, দক্ষতা ও পারদর্শিতার মাধ্যমে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। বিভাগের চেয়ারম্যানের সুদৃঢ় নেতৃত্বে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন প্রশংসনীয় উদ্যোগ। তিনি আরও বলেন, রাসুল (সা.)-এর জীবনাদর্শ নিয়ে আলোচনা আমাদের আত্মিকভাবে সমৃদ্ধ করে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে শিক্ষণীয় দিকনির্দেশনা প্রদান করে। বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী মুসলিম হওয়া সত্ত্বেও অতীতে এ উপলক্ষে কেন্দ্রীয়ভাবে কোনো আয়োজন না হওয়া দুঃখজনক। তবে সাম্প্রতিক সময়ে এ ধরনের অনুষ্ঠান শিক্ষার্থীদের নবী করিম (সা.)-এর জীবনচরিত্র সম্পর্কে গভীরভাবে জানার সুযোগ করে দিচ্ছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ মোশাররাফ হোসেন এবং রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জবি ইসলামিক স্টাডিজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব শাহিন মোল্লা।
বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, আমাদের জীবন যেন আল-কোরআনের আলোকে পরিচালিত হয়, সেই চেষ্টা সর্বদা অব্যাহত রাখতে হবে। মহানবী হযরত মুহাম্মদ (সা.) মানবজাতির জন্য সর্বোত্তম পথপ্রদর্শক। তিনি যা কিছু উত্তমরূপে রেখে গিয়েছেন, তা যদি আমরা জীবনে ধারণ করতে পারি তবে আমাদের ব্যক্তিগত, সামাজিক ও জাতীয় জীবন হবে সমৃদ্ধ, শান্তিপূর্ণ এবং কল্যাণমুখী।
সভাপতির বক্তব্যে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন বলেন, ২০০৫ সালে প্রতিষ্ঠার পর থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রায় ৯২ শতাংশ শিক্ষার্থী মুসলিম হওয়া সত্ত্বেও এখানে কখনো কেন্দ্রীয়ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) বা সীরাতুন্নবী উপলক্ষে অনুষ্ঠান আয়োজন করা হয়নি। এবারের আয়োজন তাই একটি বিশেষ তাৎপর্য বহন করছে। আল্লাহ তাআলা সমগ্র সৃষ্টিজগত সৃষ্টি করেছেন প্রিয় হাবিব মুহাম্মদুর রাসুলুল্লাহ (সা.)-কে কেন্দ্র করে। হাদিসে বর্ণিত আছে, যদি নবী করিম (সা.)-কে সৃষ্টি না করা হতো তবে পৃথিবীও সৃষ্টি হতো না। আল্লাহ তাঁর হাবিবকে পাঠিয়েছেন একটি মহান মিশন ও ভিশন নিয়ে—তা হলো মানব সমাজে তাঁর আদর্শ প্রতিষ্ঠিত করা। এর আগে যত নবী-রাসুল এসেছেন তারাও একই মিশন বাস্তবায়নে কাজ করেছেন। নবীর আদর্শের প্রশ্নে আমরা সবসময় আপোসহীন থাকবো বলে তিনি দৃঢ়ভাবে উল্লেখ করেন।
বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে কেরাতে প্রথম হন ১ম বর্ষের ২য় সেমিস্টারের শিক্ষার্থী মোঃ আলী হাসান; উপস্থিত বক্তৃতায় ৩য় বর্ষের ২য় সেমিস্টারের কাজী আরাফাত হোসেন; নাতে রাসুল (সা.) প্রতিযোগিতায় ৩য় বর্ষের ২য় সেমিস্টারের মোঃ রিফাতুল ইসলাম এবং রচনা প্রতিযোগিতায় যুগ্মভাবে ৪র্থ বর্ষের ২য় সেমিস্টারের নাজমুন আক্তার ও আসমত উল্ল্যাহ প্রথম স্থান অধিকার করেন। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ ইব্রাহীম খলিল এবং সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক মুহাম্মদ কামরুল ইসলাম। দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।