জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শহিদ সাজিদ ভবনের নিচতলায় জবিয়ান উদ্যোক্তা ফোরামের আয়োজনে বুধবার (১৭ সেপ্টেম্বর ২০২৫) থেকে শুরু হয়েছে দুদিনব্যাপী (১৭ ও ১৮ সেপ্টেম্বর) উদ্যোক্তা মেলা।
মেলার উদ্বোধনী দিনে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এসময় তিনি এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ে এমন সৃজনশীল আয়োজন শিক্ষার্থীদের জন্য আনন্দঘন পরিবেশ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমি আশা করি আয়োজকরা বিশ্ববিদ্যালয় দিবসেও এরকম উদ্যোগ গ্রহণ করবেন।
এসময় মেলা আয়োজক কমিটির সমন্বয়ক অমৃত রায়সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
মেলায় অংশ নিচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী উদ্যোক্তারা। উল্লেখ্য, শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার প্রেরণাকে আরও জাগ্রত ও সুসংহত রাখতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।