জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শহিদ সাজিদ ভবনের নিচতলায় জবিয়ান উদ্যোক্তা ফোরামের উদ্যোগে আয়োজিত দুদিনব্যাপী উদ্যোক্তা মেলার সমাপ্তি হয়েছে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ২০২৫)। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী উদ্যোক্তারা এ মেলায় মোট ১৮টি স্টলের মাধ্যমে অংশগ্রহণ করেন।
এবারের মেলায় দুটি ক্যাটাগরিতে সেরা উদ্যোক্তাদের পুরস্কৃত করা হয়। এর মধ্যে সেরা স্টল সজ্জার জন্য ‘প্রান্ত সারপ্রাইজ’ এবং সেরা উদ্যোক্তা হিসেবে ‘লাজিজ কেক’ পুরস্কার অর্জন করে। এছাড়াও মেলায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী উদ্যোক্তাদের মাঝে প্রত্যয়নপত্র বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন। তিনি উদ্যোক্তা ফোরামের এমন উদ্যোগকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, যারা ভবিষ্যতে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন লালন করছে, এ ধরণের কার্যক্রম নিঃসন্দেহে তাদের অনুপ্রাণিত করবে এবং স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে যেতে সহায়তা করবে। আমাদের দেশে উদ্যোক্তা সৃষ্টি ও আত্মকর্মসংস্থানের প্রয়োজনীয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কারণ আমাদের যে বিপুল কর্মক্ষম জনগোষ্ঠী রয়েছে এবং অর্থনৈতিক সক্ষমতা বিদ্যমান, তাতে সবার জন্য প্রচলিত কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব নয়। এর বিকল্প পথ হচ্ছে আমাদের স্বউদ্যোগী হয়ে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করা। তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি, আজকের এই আয়োজন অংশগ্রহণকারীদের মধ্যে নতুন উদ্যম সঞ্চার করবে এবং আগামী দিনের সফল উদ্যোক্তা হয়ে উঠতে তাদের পথকে সুগম করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক, গবেষণা পরিচালক অধ্যাপক ড. ইমরানুল হক এবং ছাত্র কল্যাণ পরিচালক ড. কে এ এম রিফাত হাসান।
অনুষ্ঠানটি পরিচালনা করেন জবিয়ান উদ্যোক্তা ফোরামের আহ্বায়ক অমৃত রায় এবং সদস্য সচিব উম্মে রাহনুমা রাদিয়া।