পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদ্যাপন উপলক্ষে আজ সেপ্টেম্বর ২০২৫ (সোমবার) দাওয়াতে ইসলামী জাগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শহিদ সাজিদ একাডেমিক ভবনের ৭১২ নম্বর কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও নবীন বরণ ২০২৫।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন। তিনি তাঁর বক্তব্যে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ, শিক্ষা ও পৃথিবীর প্রতি তাঁর অবদানের কথা গভীরভাবে তুলে ধরেন। তিনি বলেন, আল্লাহ তাআলা সমগ্র মানবজাতির জন্য যে নেয়ামত ও রহমত প্রেরণ করেছেন, তার শ্রেষ্ঠতম নমুনা হচ্ছেন রাসুলুল্লাহ (সা.)। এই মিলাদ অনুষ্ঠান সেই নেয়ামতের প্রতি আমাদের কৃতজ্ঞতা ও ভালবাসা প্রকাশের একটি রূপ।
তিনি আরও বলেন, নবী (সা.)-এর জীবনের আলোকে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে ইনসাফ, ন্যায় ও সাম্যের চর্চা করতে হবে। আল্লাহর রাসুল (সা.) আমাদের জীবনের আদর্শ হওয়া উচিত। তাঁর সীরাত ও সুরাত নিয়ে গবেষণা ও আলোচনা ছাড়া মুসলমান হিসেবে আমাদের পরিপূর্ণতা লাভ সম্ভব নয়।
তিনি মুসলিম সমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেন, রাসুল (সা.)-এর মর্যাদা রক্ষা করা আমাদের ঈমানের অংশ। আল্লাহ তাআলা তাঁর প্রিয় রাসুলের শানে কোনো অবমাননা সহ্য করেন না। তাই আমাদের উচিত রাসুলের মর্যাদা, শান ও সাওকাত যথাযথভাবে উপলব্ধি করা এবং তা জীবনে বাস্তবায়ন করা।
তিনি আরও বলেন, মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ এমন এক মহাসমুদ্র, যার গভীরতা অনন্ত। যত গবেষণাই হোক না কেন, তাঁর পূর্ণতা শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকেই জানা সম্ভব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দাওয়াতে ইসলামী ঢাকা মহানগরের প্রধান হাজী রিয়াজ উদ্দীন আত্তারী। মূল বক্তব্য উপস্থাপন করেন দাওয়াতে ইসলামী বাংলাদেশ শিক্ষা বোর্ডের প্রধান মুফতি জহিরুল ইসলাম মুজাদ্দাদী।