logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

জবিতে গবেষণা গ্রন্থ প্রকাশনা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর

  • Published
  • 24 Sep, 2025
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের (পিআরআইপি) উদ্যোগে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মোঃ মেজবাহ-উল আজম সওদাগর রচিত “Climate Diplomacy of Bangladesh: Trends and Issues” শীর্ষক গবেষণা গ্রন্থের পাণ্ডুলিপি প্রকাশনার লক্ষ্যে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।
২৩ সেপ্টেম্বর ২০২৫ (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ মোশাররাফ হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোস্তফা হাসান, আইসিটি সেল পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন, গবেষণা সেলের পরিচালক অধ্যাপক ড. ইমরানুল হকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।