logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

জবিতে ডি-ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত

  • Published
  • 11 Jan, 2026
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ডি-ইউনিটের (সামাজিক বিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি ২০২৬) জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ মোট ৬ টি কেন্দ্রে (বাংলাবাজার সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকা কলেজিয়েট স্কুল, মহানগর মহিলা কলেজ, লালমাটিয়া মহিলা কলেজ ও উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ) এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এ বছর ডি-ইউনিটের ভর্তি পরীক্ষায় সামাজিক বিজ্ঞান অনুষদের ৬১০টি আসনের বিপরীতে মোট ২৫ হাজার ৮২৬ জন পরীক্ষার্থী আবেদন করে। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ২২ হাজার ৪৩৮ জন শিক্ষার্থী। পরীক্ষার্থী উপস্থিতির হার ছিল ৮৬ দশমিক ৮৮ শতাংশ।
ভর্তি পরীক্ষা চলাকালীন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি জবি কেন্দ্রের বিভিন্ন হল পরিদর্শন করেন। এ সময় তিনি পরীক্ষার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং পরীক্ষার্থীদের সুবিধা-অসুবিধার বিষয়ে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সানজিদা ফারহানা, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. শেখ মোঃ গিয়াস উদ্দিনসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।