আস-সুন্নাহ ফাউন্ডেশনের শিক্ষামূলক উদ্যোগ ‘মেধাবী’ (MEDHABI)-এর তত্ত্বাবধানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ ও যোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) সকালে প্রথম সেশনে ‘স্কেল আপ ইউর গ্রোথ উইথ এআই ও ইংলিশ’ শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। একই আয়োজনে দ্বিতীয় সেশনে ‘এআই ও বিজনেস ইনকিউবেশন’ শীর্ষক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি ওয়ার্কশপের উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, জবি শিক্ষার্থীদের অন্যতম প্রধান সমস্যা আবাসন। সরকারি পর্যায়ে নানা জটিলতা ও সময়ক্ষেপণের কারণে এ সমস্যার সমাধান কঠিন হয়ে উঠেছে। তবে বেসরকারি ব্যবস্থাপনায় আস-সুন্নাহ ফাউন্ডেশনের শিক্ষামূলক উদ্যোগ ‘মেধাবী’ প্রকল্পের মাধ্যমে গত এক বছর ধরে শিক্ষার্থীরা যে আবাসন সুবিধা পেয়েছে, তা অত্যন্ত সফলভাবে পরিচালিত হচ্ছে। কোনো বিরূপ প্রতিক্রিয়া ছাড়াই শিক্ষার্থীরা থাকা-খাওয়ার পাশাপাশি নিজেদের দক্ষতা উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পেরেছে, যা অত্যন্ত সন্তোষজনক। আজকের প্রতিযোগিতা শিক্ষার্থীদের সেই প্রচেষ্টা ও আকাঙ্ক্ষারই প্রতিফলন। তিনি আস-সুন্নাহ ফাউন্ডেশন ও সংশ্লিষ্ট হল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং অনুষ্ঠানের সার্বিক সফলতা কামনা করেন।
বিশেষ অতিথির বক্তব্যে জবি ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, ভবিষ্যৎ প্রজন্ম অত্যন্ত প্রতিযোগিতামূলক। হার্ড স্কিলের পাশাপাশি সফট স্কিল উন্নয়ন এখন সময়ের দাবি। একাডেমিক শিক্ষার পাশাপাশি ক্যারিয়ার ডেভেলপমেন্টে দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই। এ ক্ষেত্রে আস-সুন্নাহ ফাউন্ডেশনের ‘মেধাবী’ প্রকল্প অগ্রণী ভূমিকা পালন করছে। তিনি আরও বলেন, এ প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীরা ধর্মীয় ও নৈতিক শিক্ষাও অর্জন করতে পারছে, যা ব্যক্তিগত ও সামাজিক জীবনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক, ছাত্র হল-১ এর প্রভোস্ট মুহাম্মদ আসাদুজ্জামান সাদী, সহকারী প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ ছালেহ উদ্দিনসহ সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানের প্রথম সেশনে অনুষ্ঠিত ‘স্কেল আপ ইউর গ্রোথ উইথ এআই ও ইংলিশ’ শীর্ষক ওয়ার্কশপে শিক্ষার্থীদের দৈনন্দিন কাজ ও ক্যারিয়ার উন্নয়নে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর ব্যবহার, প্রয়োজনীয় এআই টুলস এবং ইংরেজিতে নেটিভ লেভেলে কথা বলার জন্য প্রয়োজনীয় কী স্কিলস ও ব্যবহারিক দিকনির্দেশনা প্রদান করা হয়। এ সেশনে সম্মানিত স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের হেড অব একাডেমিকস মোঃ কামরুল হাসান এবং সিনিয়র ইনস্ট্রাক্টর ফরিদ উদ্দিন খান।
দ্বিতীয় সেশনে ‘এআই ও বিজনেস ইনকিউবেশন’ শীর্ষক প্রতিযোগিতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৫০টিরও অধিক দলের মধ্য থেকে নির্বাচিত সেরা ছয়টি দল ফাইনাল রাউন্ডে তাদের এআই-ভিত্তিক ব্যবসায়িক ধারণা উপস্থাপন করবে। শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাধারা ও বাস্তবসম্মত ব্যবসায়িক পরিকল্পনা মূল্যায়নের জন্য উপস্থিত থাকবেন দেশের স্বনামধন্য কর্পোরেট লিডার ও ইন্ডাস্ট্রি এক্সপার্টগণ। এ সেশনে আস-সুন্নাহ ফাউন্ডেশনের ট্রেজারার মোঃ আরিফুর রহমানসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত থাকবেন।
