logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

জকসু’র নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত

  • Published
  • 14 Jan, 2026
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) ২০২৫-এর ১ম জকসু’র কার্যনির্বাহী পরিষদের ১ম সভা মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের অফিস কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জকসু’র সভাপতি অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি সভায় সভাপতিত্ব করেন।
এ সময় জকসু’র কোষাধ্যক্ষ হিসেবে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, সহ-সভাপতি (ভিপি) মোঃ রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক (জিএস) আব্দুল আলিম আরিফ এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) মাসুদ রানাসহ নবনির্বাচিত নির্বাহী কমিটির সম্পাদকমণ্ডলী ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে বিজয়ী হওয়ায় জকসু’র নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান।