logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

চায়না মিডিয়া গ্রুপ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মধ্যে সম্ভাব্য সহযোগিতা নিয়ে সৌজন্য সাক্ষাৎ

  • Published
  • 14 Jan, 2026
চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মধ্যে সম্ভাব্য সহযোগিতার লক্ষ্যে উপাচার্যের সাথে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি-এর সাথে চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-এর প্রতিনিধি অলিভিয়া ছু বিভিন্ন সম্ভাব্য সহযোগিতামূলক কার্যক্রম তুলে ধরেন।
সাক্ষাৎকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাহ মোঃ নিসতার জাহান কবীর এবং সিএমজি’র মিডিয়া প্রতিনিধি আফরিন মিম উপস্থিত ছিলেন।
আলোচনায় সিএমজি’র পক্ষ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের জন্য সিএমজিতে ইন্টার্নশিপের সুযোগ প্রদান, সাংবাদিকতা, ফিল্ম ও টেলিভিশন বিষয়ে দক্ষতা উন্নয়নের লক্ষ্যে যৌথভাবে ওয়ার্কশপ আয়োজনের প্রস্তাব উত্থাপন করা হয়। এছাড়া ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের শিক্ষার্থীদের জন্য চীনা ডকুমেন্টারিতে ডাবিংয়ের সুযোগ দেওয়ার বিষয়েও আলোচনা হয়।
এছাড়াও উভয় প্রতিষ্ঠানের মধ্যে ভবিষ্যৎ সহযোগিতা জোরদার করতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের সম্ভাবনা এবং শিক্ষার্থীদের জন্য চীনে উচ্চশিক্ষা ও প্রশিক্ষণের সুযোগ বিষয়ে প্রাথমিক আলোচনা অনুষ্ঠিত হয়।