logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

জবি রোভার স্কাউট গ্রুপের বার্ষিক তাঁবুবাস, দীক্ষা ও ব্যাজ প্রদান ক্যাম্প উদ্বোধন

  • Published
  • 18 Jan, 2026
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে তিনদিনব্যাপী বার্ষিক তাঁবুবাস, দীক্ষা ও ব্যাজ প্রদান ক্যাম্পে-২০২৬ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এই ক্যাম্পের উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি।
মানিকগঞ্জে অনুষ্ঠিতব্য এই ক্যাম্পে অংশ নিচ্ছেন মোট ১২০ জন রোভার। এর মধ্যে ৭০ জন ছেলে রোভার এবং ৫০ জন গার্ল ইন রোভার। ক্যাম্প শেষের ৩য় দিনে অংশগ্রহণকারী রোভারদের দীক্ষা ও ব্যাজ প্রদান করা হবে।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য মহোদয় বলেন,
জকসু নির্বাচনসহ বিশ্ববিদ্যালয়ের সকল গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডে রোভার স্কাউটদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। রোভার স্কাউটের মাধ্যমে শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের চর্চা হয়। মহৎ কাজে যুক্ত হওয়ার ব্রত নিয়েই রোভাররা দীক্ষা গ্রহণ করবে।
তিনি আরও বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ থেকে এ পর্যন্ত মোট চারজন পিআরএস (President’s Rover Scout) অর্জন করেছেন, যা গ্রুপটির গৌরবোজ্জ্বল সাফল্যের প্রমাণ।
জবি রোভার স্কাউট গ্রুপ সম্পাদক অধ্যাপক ড. মোঃ মিন্টু আলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, জকসু সহ-সভাপতি (ভিপি) মোঃ রিয়াজুল ইসলাম ও সাধারণ সম্পাদক (জিএস) আব্দুল আলিম আরিফ। এছাড়াও অন্যান্য অতিথিবৃন্দের মধ্যে ছিলেন বাংলাদেশ স্কাউটস ঢাকা জেলা রোভার কমিশনার জনাব মু. ওমর আলী, এলটি এবং জবি রোভার স্কাউট গ্রুপ লিডার অধ্যাপক ড. আবু লায়েক।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন জবি রোভার ইন-কাউন্সিল ২০২৫-২০২৬ এর সভাপতি মোঃ মাহবুব হাওলাদার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হাসান। এ সময় রোভার স্কাউট গ্রুপের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।