জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে ‘বিএনকিউএফ স্ট্যান্ডার্ডস অ্যান্ড ক্রাইটেরিয়া ফর অ্যাক্রিডিটেশন অব অ্যাকাডেমিক প্রোগ্রাম’ শীর্ষক কর্মশালার সমাপনী অনুষ্ঠান আজ রবিবার (১৮ জানুয়ারি ২০২৬) বিশ্ববিদ্যালয়ের মিনি কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।
কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জবি উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের অ্যাক্রিডিটেশন অর্জন আমাদের একটি প্রধান অগ্রাধিকার, যার বাইরে থাকার কোনো সুযোগ নেই। এ ধরনের কর্মশালার মাধ্যমে বিভাগসমূহ নিজেদের মূল্যায়ন করে অ্যাক্রিডিটেশনে সম্ভাব্য স্কোর সম্পর্কে ধারণা লাভ করতে পারছে। তিনি আরও বলেন, এক্সটার্নাল সাপোর্টের জন্য অপেক্ষা না করে নিজেদের অভিজ্ঞতা ও সক্ষমতাকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে হবে। অনুষদ ও বিভাগসমূহকে অ্যাক্রিডিটেশনের আওতায় আনতে আইকিউএসি’র মাধ্যমে পারস্পরিক সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। উপাচার্য জকসু নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ার উদাহরণ তুলে ধরে আশাবাদ ব্যক্ত করেন যে, অ্যাক্রিডিটেশনের ক্ষেত্রেও জগন্নাথ বিশ্ববিদ্যালয় অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় এগিয়ে যেতে পারবে।
বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, বিশ্ববিদ্যালয়ের অ্যাক্রিডিটেশন অর্জনে বিএনকিউএফ অপরিহার্য এবং এটি আমাদের একটি বাস্তবতা। তিনি বলেন, এ লক্ষ্যে বিভাগ ও ফ্যাকাল্টিগুলোকে সঠিকভাবে কাজ করতে হবে। কর্মশালার আয়োজকদের ধন্যবাদ জানিয়ে তিনি উল্লেখ করেন, বিএনকিউএফ বাস্তবায়নের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক প্রোগ্রামগুলোকে আন্তর্জাতিক মানসম্পন্ন হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।
কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে ছিলেন আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মোঃ আবু লায়েক। তিনি বিশ্ববিদ্যালয়ের অ্যাক্রিডিটেশন পাওয়ার জন্য ১০টি স্ট্যান্ডার্ড ও ৬৩টি ক্রাইটেরিয়া, প্রাপ্তির শর্তাবলি এবং প্রক্রিয়াগত দিকগুলো বিস্তারিত ব্যাখ্যা করেন।
কর্মশালার সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোঃ আবু লায়েক। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ জামির হোসেন।
দিনব্যাপী এই কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বর্তমান ও পরবর্তী চেয়ারম্যানবৃন্দ, প্রোগ্রাম সেলফ অ্যাসেসমেন্ট কমিটি (পিএসএসি) এবং বিভাগীয় কমিটির আহ্বায়ক ও সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।
