logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ ২০২৫-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

  • Published
  • 20 Jan, 2026
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির বার্ষিক সাধারণ সভা (১৯ জানুয়ারি ২০২৬-সোমবার) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন এবং মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. ইমরানুল হক এর নেতৃত্বে নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ ২০২৬ এর সদস্যরা দায়িত্ব গ্রহণ করেন। সাবেক কার্যনির্বাহী পরিষদের সভাপতি অধ্যাপক ড. মোঃ মোশাররাফ হোসেন তাদের কার্যভার সুষ্ঠুভাবে নবনির্বাচিত পরিষদের কাছে হস্তান্তর করেন।
এসময় বিদায়ী বক্তব্যে অধ্যাপক ড. মোঃ মোশাররাফ হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেনো কখনও সেশনজটে তাদের জীবন আটকে না যায় শিক্ষক সমিতি তদারকি করতে হবে, আর শিক্ষক সমিতি সবসময় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ভালো কাজের সহায়ক হবে কখনই যেন শিক্ষক শিক্ষার্থীদের স্বার্থের বিপরীতে না যায়।
শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইমরানুল হকসহ অন্যান্য কার্যনির্বাহী সদস্যরা দায়িত্ব গ্রহণের পর একে অপরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং শিক্ষক সমিতির কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকরী করার জন্য একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এছাড়াও, নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে এবং শিক্ষক সমাজের কল্যাণে নতুন দৃষ্টিভঙ্গি ও উদ্যোগ গ্রহণ করবে বলে আশা প্রকাশ করা হয়।