বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) কর্তৃক আয়োজিত প্রথম ইনভাইটেশনাল বিতর্ক প্রতিযোগিতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল ডিবেটিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। ফাইনাল পর্বে দলটি ঢাকা কলেজকে ৫-০ ব্যালটে পরাজিত করে শিরোপা নিশ্চিত করে।
এ উপলক্ষে চ্যাম্পিয়ন দল বুধবার (২১ জানুয়ারি ২০২৬) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি-এর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় উপাচার্য মহোদয় চ্যাম্পিয়ন দলের সদস্যদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতেও বিতর্কচর্চায় সাফল্যের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।
সাক্ষাৎকালে নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল ডিবেটিং ক্লাবের মডারেটর ড. বুশরা জামান, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী চ্যাম্পিয়ন দলের বিতার্কিকবৃন্দ এবং হল ডিবেটিং ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
