logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

ইটালির ক্যালাব্রিয়ান ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল পলিসি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাঝে সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষরিত

  • Published
  • 12 Jan, 2025
৯ জানুয়ারি ২০২৫-বৃহস্পতিবার ইটালির সামার পিস ইউনিভার্সিটির ক্যালাব্রিয়ান ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল পলিসি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর মাঝে গবেষণা সহযোগিতার জন্য সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠান উপাচার্য মহোদয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি এর উপস্থিতিতে ইটালির সামার পিস ইউনিভার্সিটির ক্যালাব্রিয়ান ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল পলিসির পক্ষে প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ড. সালভাটোর লা পোর্তা এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
এই চুক্তির আওতায় ক্যালাব্রিয়ান ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল পলিসি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে স্কলারশিপ, প্রশিক্ষণ ও গবেষণা প্রকল্প বাস্তবায়নে ; শান্তি, টেকসই উন্নয়ন ও আন্তঃসাংস্কৃতিক সম্পর্ক, প্রযুক্তিগত ও বৈজ্ঞানিক তথ্যের আদান-প্রদান; জার্নালের আদান প্রদান; যৌথ উদ্যোগে বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম ও কনফারেন্সের আয়োজন; উচ্চতর গবেষণার ক্ষেত্রে গবেষকদের আদান-প্রদান, উভয় প্রতিষ্ঠানের রিসোর্স পার্সন, গবেষক ও শিক্ষার্থীদের সংশ্লিষ্ট অত্যাধুনিক গবেষণাগার ব্যবহার ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মাঝে নিয়মিত পরিদর্শন এবং যৌথ উদ্দেশ্য অর্জনে যে কোন সহযোগিতার দ্বার উন্মোচিত হবে। এই সমঝোতা স্মারক তিন বছরের জন্য বলবৎ থাকবে।
বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মোঃ মেজবাহ-উল-আজম সওদাগরের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান ও পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোস্তফা হাসান, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক, পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) ড. নাছির আহমাদ, পরিচালক (গবেষণা) অধ্যাপক ড. ইমরানুল হক, পরিচালক (পিআরআইপি) ড. আনওয়ারুস সালাম, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন, ক্যালাব্রিয়ান ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল পলিসির ইন্টারন্যাশনাল কো-অর্ডিনেটর ফেবরিয়ানা বেল্লিনা এবং ঢাবি’র রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আইনুল ইসলামসহ জবি’র বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।