১৬ জানুয়ারি ২০২৫-বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং শাখার, ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড-এর একটি প্রতিনিধিদল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান ক্যাম্পাস, দ্বিতীয় ক্যাম্পাসের চলমান প্রকল্পের অগ্রগতি (ড্রোন স্ন্যাপসহ) এবং বাণী ভবন ও হাবিবুর রহমান হল স্টিল স্ট্রাকচারের নির্মাণ কাজের বিষয়ে সরেজমিনে পরিদর্শনে যান। পরিদর্শনের যাওয়ার আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি-এর সাথে উক্ত প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেন।
বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং শাখার, ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড এর প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন সিনিয়র ইঞ্জিনিয়ার সারওয়ার হোসেন, সহকারী কোয়ালিটি ম্যানেজার ইঞ্জিনিয়ার সিদ্দিক এবং প্রজেক্ট ইঞ্জিনিয়ার রিয়াদ।