২৯ জানুয়ারি ২০২৫, বুধবার বাঁধন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইউনিট এর আয়োজনে পঞ্চদশ ডোনার সংবর্ধনা, নবীন বরণ ও দায়িত্ব হস্তান্তর ২০২৪ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি। মানব কল্যাণে বাঁধন একটি অন্যতম সংগঠন হিসেবে উল্লেখ করে বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাঁধনের মাধ্যমে সমাজকল্যাণমূলক কাজের সাথে নিজেদের সম্পৃক্ত রাখতে পারে। দেশের কল্যাণে বাঁধনের এই কার্যক্রমে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করবে।”
এছাড়া, অনুষ্ঠানে বাঁধন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইউনিটের নতুন কার্যকরী পরিষদ ২০২৪ ঘোষণা করা হয়। সভাপতি হিসেবে সমাজকর্ম বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের উম্মে মাবুদা এবং সাধারণ সম্পাদক হিসেবে আইন বিভাগের একই শিক্ষাবর্ষের তাসলিমুল হাসান নিশাদ নির্বাচিত হন।
বাঁধন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইউনিটের সদ্য সাবেক সভাপতি এনামুল হক বিজয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক এবং সংগঠনের প্রধান শিক্ষক উপদেষ্টা অধ্যাপক ড. মোঃ আব্দুল মান্নান। এছাড়াও উপস্থিত ছিলেন এআইএস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শামসুন নাহার।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানের উদযাপন কমিটির আহবায়ক মোসাঃ রিমা এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন সংগঠনের সদ্য সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান। অনুষ্ঠানের শুরুতে উপাচার্যের নেতৃত্বে একটি আনন্দ র্যালি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে।