জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের আয়োজনে রসায়নে সাম্প্রতিক অগ্রগতির ওপর ৩১ জানুয়ারি ২০২৫ : শুক্রবার সকাল ৯ টায় Chemistry Innovations for Smart Future স্লোগানকে ধারণ করে দ্বিতীয় ‘International Conference on Recent Advances in Chemistry (ICRAC-2024)’ এর উদ্বোধন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি কনফারেন্সের উদ্বোধন করেন ।
উদ্বোধনী ভাষণে উপাচার্য অধ্যাপক রেজাউল করিম বলেন, “রসায়ন বিজ্ঞান, উদ্ভাবন ও মানবসভ্যতার অগ্রযাত্রায় রূপান্তরকারী ভূমিকা রাখছে। জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ, জ্বালানি সংকট ও স্বাস্থ্যসেবার মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় রসায়ন গবেষণার প্রয়োজনীয়তা অপরিসীম। এই কনফারেন্স গবেষকদের মধ্যে জ্ঞানবিনিময় ও নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”
কনফারেন্সের পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন। এছাড়াও ওআইসি-কম্সটেক এর কো-অডিনেটর জেনারেল অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল চৌধুরী সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ড. সাবিনা শরমীন তাঁর বক্তব্যে বলেন, “এই কনফারেন্স রসায়নের নতুন ধারণা বিনিময়, সমাধান নির্ভর গবেষণা এবং স্মার্ট প্রযুক্তি বিকাশে একটি মাইলফলক হয়ে থাকবে।”
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চেয়ারম্যান ও আইসিআরএসি ২০২৪ এর অরগানাইজিং সভাপতি অধ্যাপক ড. এ কে এম লুৎফর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. পরিমল বালা এবং ইনসেপটা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের পরিচালক সেলিম বারামি।
আইসিআরএসি-২০২৪ এর সাংগঠনিক সম্পাদক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ লোকমান হোসেন স্বাগত বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠান শেষে টেকনিক্যাল সেশনের প্রথমে ‘ক্যামিস্ট্রি ইনোভেশনস ফর স্মার্ট ফিউচার’ শিরোনামে বক্তব্য প্রদান করেন দক্ষিণ কোরিয়ার পুশান ন্যাশনাল ইউনিভার্সিটির ন্যানোএনার্জি ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর জুম কিয়ং।
প্লেনারি লেকচার প্রদান করবেন যথাক্রমে পাকিস্তানের ওআইসি-কম্সটেক এর অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল চৌধুরী, যুক্তরাজ্যের কিংস কলেজ অব লন্ডনের প্রফেসর গ্রেইম হোগার্ফ, মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সাইদুর রহমান এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক ডিজি ড. মোবারক আহাম্মেদ খান। দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক কনফারেন্সে ভারত, পাকিস্তান, সৌদি আরব, চীন, মালয়েশিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের গবেষকসহ বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের শতাধিক গবেষক ও শিক্ষক অংশগ্রহণ করছেন।
এই কনফারেন্সটির উদ্দেশ্য হল চতুর্থ শিল্প বিপ্লব (4IR) এর চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য একটি স্মার্ট ভবিষ্যতের জন্য রাসায়নিক, প্রযুক্তিগত এবং পরিবেশগত গবেষণায় সর্বশেষ উদ্ভাবনের বিষয়ে তাদের মতামত এবং ধারণাগুলি শেয়ার করার জন্য বিজ্ঞানী এবং শিক্ষাবিদদের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করা যাতে, তারা একটি স্মার্ট ভবিষ্যতের জন্য রাসায়নিক, প্রযুক্তিগত এবং পরিবেশগত গবেষণার সর্বশেষ উদ্ভাবন সম্পর্কে মতামত এবং ধারণা বিনিময় করতে পারে। কনফারেন্সের দ্বিতীয় দিন আগামীকাল শনিবার বিভিন্ন টেকনিক্যাল সেশন ও সমাপনী পর্বের মাধ্যমে শেষ হবে।