logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

‘রিসেন্ট এডভান্সেস ইন ক্যামিস্ট্রি’ শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্সের সমাপনী অনুষ্ঠিত

  • Published
  • 02 Feb, 2025
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ কর্তৃক আয়োজিত দুই দিনব্যাপী অনুষ্ঠিত ‘রিসেন্ট এডভান্সেস ইন ক্যামিস্ট্রি’ শীর্ষক দ্বিতীয় আন্তর্জাতিক সেমিনার ২০২৪-এর সমাপনী ১ ফেব্রুয়ারি ২০২৫ : শনিবার বিকাল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
‘ক্যামিস্ট্রি ইনোভেশনস ফর স্মার্ট ফিউচার’ শীর্ষক মূল প্রতিপাদ্য নিয়ে গতকাল কনফারেন্সটি শুরু হয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি প্রধান অতিথি হিসেবে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং অংশগ্রহণকারী গবেষক ও পোস্টার প্রেজেন্টেশনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
উপাচার্য মহোদয় কনফারেন্স আয়োজক কমিটিকে ও অংশগ্রহণকারী দেশি-বিদেশি গবেষকবৃন্দকে ধন্যবাদ জানান। তিনি বলেন, “ এ ধরনের কনফারেন্স সায়েন্টিফিক ধারণা, উদ্ভাবন ও সহযোগিতার অন্যতম মাধ্যম। বিশ্বব্যাপী শিল্পোন্নয়নে ও বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় ক্যামিস্ট্রির সর্বশেষ অগ্রগতি গুরুত্বপূর্ণ অবদান রাখছে।”
কনফারেন্সের পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন। তিনি বলেন, “সমাজের উন্নতি ও টেকসই উন্নয়নের জন্য সায়েন্টিফিক গবেষণা ও উদ্ভাবনকে এগিয়ে নিতে এ ধরনের কনফারেন্স সহায়ক ভূমিকা পালন করে থাকে।”
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চেয়ারম্যান ও আইসিআরএসি ২০২৪ এর অরগানাইজিং চেয়ার অধ্যাপক ড. এ কে এম লুৎফর রহমান এর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন টি কে গ্রুপের পরিচালক মোঃ মোফাচ্ছেল হক ও ইউনিভার্সেল মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী।
আইসিআরএসি-২০২৪ এর সাংগঠনিক সম্পাদক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ লোকমান হোসেন স্বাগত বক্তব্য প্রদান করেন।
দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক কনফারেন্সে বিভিন্ন সেশনে ক্যামিস্ট্রির বিভিন্ন শাখার মধ্যে অর্গানিক, বায়োক্যামিস্ট্রি, ফুড এগ্রিকালচার, মেডিসিন, ফার্মাসিউটিক্যাল, ইনঅর্গানিক, এনাাইটিক্যাল, নিউক্লিয়ার ক্যামিস্ট্রি, ম্যাটেরিয়ালস, ন্যানোসায়েন্স এন্ড ন্যানোটেকনোলজি, ফিজিক্যাল, কম্পিউটেশনাল, এনার্জি এন্ড সেন্সর, ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি, ওয়েস্ট ম্যানেজমেন্ট, ওয়াটার, সয়েল, এয়ার এন্ড এনভায়রনমেন্ট বিষয়ের উপর গবেষণা প্রবন্ধ উপস্থাপনার পাশাপাশি পোস্টার প্রেজেন্টেশন করা হয়। পোস্টার প্রজেন্টেশনে ৪টি ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ভারত, পাকিস্তান, সৌদি আরব, চীন, মালয়েশিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের গবেষকসহ বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের শতাধিক গবেষক ও শিক্ষক অংশগ্রহণ করেন।