জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পরিচালনা কমিটির আয়োজনে ‘মধ্য শা’বানের রজনী ও রামাদানের প্রস্তুতি’ শীর্ষক আলোচনা ১৬ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের নিচতলায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি।
উপাচার্য মহোদয় তাঁর বক্তব্যে আধুনিক জ্ঞান-বিজ্ঞানের পাশাপাশি ইসলামের শান্তির বার্তা ও অনুশীলন বজায় রাখার উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আধুনিক রাষ্ট্রে সকল ধর্ম ও বর্ণের মানুষ একসাথে বসবাস করতে পারে, তবে এ জন্য প্রয়োজন পরস্পরের প্রতি শ্রদ্ধা ও সম্মান বজায় রাখা। কাউকে অবজ্ঞা বা হেয় প্রতিপন্ন না করার মাধ্যমে শান্তিপূর্ণ সহাবস্থান সম্ভব।
মূল আলোচক হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ মানজুরে ইলাহী শা’বান মাসের ফজিলত ও রামাদান মাসের সিয়ামের প্রস্তুতি বিষয়ে বিশদ আলোচনা উপস্থাপন করেন। তিনি শা’বান মাসে রাসূল (সা.)-এর আমল ও সিয়াম পালনের মাধ্যমে এ মাসের গুরুত্ব তুলে ধরেন। এছাড়া তিনি রামাদান মাসের সিয়াম পালনের জন্য প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন। তিনি মুসলিম স্কলারদের গবেষণার গুরুত্ব তুলে ধরে বলেন, ইমান ও তাকওয়ার মাধ্যমেই মুসলিম উম্মাহর সার্বিক উন্নতি সম্ভব।
জবি কেন্দ্রীয় মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোস্তফা হাসান এবং ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন। সঞ্চালনার দায়িত্বে ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক।
আলোচনা শেষে প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মূল আলোচক অধ্যাপক ড. মোহাম্মদ মানজুরে ইলাহী। অনুষ্ঠানটি উপস্থিত শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিদের মধ্যে ধর্মীয় জ্ঞান ও অনুশীলনের গুরুত্ব সম্পর্কে নতুন করে চিন্তার সুযোগ সৃষ্টি করে।