জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের কলা ও আইন অনুষদভুক্ত B-ইউনিটের ভর্তি পরীক্ষা ১৫ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত তিনটি শিফটে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে।
পরীক্ষার শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি, বিভিন্ন হল পরিদর্শন করেন। তিনি পরীক্ষার সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন এবং পরীক্ষার্থীদের সুবিধা-অসুবিধা সম্পর্কে খোঁজখবর নেন।
কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই পরীক্ষাটি সফলভাবে সম্পন্ন হওয়ায় উপাচার্য মহোদয় পরীক্ষার শৃঙ্খলা ও পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং পরীক্ষা আয়োজনে সফলতার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. সাবিনা শরমীন, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. হোসনে আরা বেগম, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম এবং পিআরআইপি দপ্তরের পরিচালকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ হল পরিদর্শনকালে উপস্থিত ছিলেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনে অনুষ্ঠিত B-ইউনিটের (কলা ও আইন অনুষদ) ভর্তি পরীক্ষায় মোট ৪২ হাজার ৯৭৪ জন পরীক্ষার্থীর জন্য আসন বিন্যাস করা হয়। ১ম ও ২য় প্রতি শিফটে ১৫ হাজার ১৩৮ জন করে এবং ৩য় শিফটে ১২ হাজার ৬৯৮ জন পরীক্ষার্থীর আসন বিন্যাস করা হয়। ১ম শিফটে শতকরা ৮৭ জন, ২য় শিফটে শতকরা ৮৬ জন এবং ৩য় শিফটে শতকরা ৭০ জন পরীক্ষার্থী উপস্থিত ছিলেন। অর্থাৎ মোট ৩শিফটে পরীক্ষার্থী উপস্থিতির হার ছিল ৮১ দশমিক ৩৯ শতাংশ।