logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

বিতর্কে বিপ্লব ১.০ এর আন্তঃবিভাগীয় বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন

  • Published
  • 18 Feb, 2025
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ডিবেটিং ক্লাবের আয়োজনে ‘বিতর্কে বিপ্লব ১.০’ শিরোনামে আন্তঃবিভাগীয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৫-এর পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। ‘বিতর্কে বন্ধন, স্মরণে অংকন’ স্লোগানকে ধারণ করে আয়োজিত এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি। তিনি বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল পর্বের মোটো ‘এই সংসদ মনে করে যে আঞ্চলিক সংগঠনগুলো (যেমন-SAARC, ASEAN) বৈশ্বিক স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে’ বিষয়ে আলোচনা করেন। তিনি বলেন, “কিছু দেশের স্বার্থান্বেষী রাজনৈতিক নেতারা তাদের ক্ষমতা কুক্ষিগত করার জন্য সার্কের মতো সংগঠনগুলোর বিকাশে বাধা সৃষ্টি করেছেন। অথচ সার্ক দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে কার্যকরী আন্তঃসম্পর্ক গড়ে তুলেছিল।”
এবারের প্রতিযোগিতায় মোট ১৮টি দল অংশগ্রহণ করে। ফাইনাল পর্বে ইসলামিক স্টাডিজ বিভাগের আইএস ডিসি গার্লস দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে, লোক প্রশাসন বিভাগের ডিএইচপি লিগ্যাসি বেয়ারার দল রানার-আপ হয়। প্রতিযোগিতায় সেরা বিতার্কিক হিসেবে পুরস্কৃত হন আশিকুর রহমান আকাশ এবং ফাইনাল পর্বের শ্রেষ্ঠ বিতার্কিক হিসেবে চ্যাম্পিয়ন দলের নাইমা আক্তার রিতা সম্মাননা লাভ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. তানিয়া তাহমিনা এবং ফাস্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মোঃ ইয়াহিয়া।
ড. সাবিনা শরমীন বলেন, “বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য জ্ঞান সৃষ্টি ও বিতরণ করা। দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে একাডেমিক কারিকুলামের পাশাপাশি কো-কারিকুলামের প্রয়োজনীয়তা অপরিসীম। শিক্ষার্থীদের সফট স্কিল উন্নয়নে বিতর্কের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রয়াত শিক্ষার্থী ও অন্যতম বিতার্কিক অংকন বিশ্বাসের স্মরণে এই প্রতিযোগিতাটির আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত ক্লাবের সহ-সভাপতি সিফাত সালমান এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন সাধারণ সম্পাদক জাহিদ হাসান। বিভিন্ন বিভাগের ডিবেটিং ক্লাবের মডারেটর ও শিক্ষকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।