logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির নতুন কার্যকরী পরিষদ নির্বাচিত

  • Published
  • 19 Feb, 2025
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির ২০২৪-২০২৫ মেয়াদের কার্যকরী পরিষদের নির্বাচন ১৮ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনে সংগঠনটির অফিস কক্ষে অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে আইন বিভাগের শিক্ষার্থী মাঈন আল মুবাশ্বির এবং সাধারণ সম্পাদক পদে লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী মোঃ মেহেদী হাসান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
এছাড়াও সহ-সভাপতি পদে লোকপ্রশাসন বিভাগের মোঃ আব্দুল মুঈন খান তন্ময়, যুগ্ম সাধারণ সম্পাদক পদে গণিত বিভাগের মোঃ ইনামুল হক ইহাদ, সাংগঠনিক সম্পাদক পদে নাট্যকলা বিভাগের কিশোয়ার আনজুম সাম্য, অর্থ সম্পাদক পদে উদ্ভিদবিজ্ঞান বিভাগের সাদিয়া আফরোজ, দপ্তর সম্পাদক পদে গণিত বিভাগের মুনিব মুসান্না, প্রশিক্ষণ ও কর্মশালা বিষয়ক সম্পাদক পদে ইতিহাস বিভাগের রোকসানা আক্তার এবং সংরক্ষিত কার্যকরী সদস্য পদে ইংরেজি বিভাগের মারজান আক্তার ইলমা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
প্রচার সম্পাদক পদে ৩৭ ভোট পেয়ে সমাজবিজ্ঞান বিভাগের নাঈম আকন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক পদে ৩০ ভোট পেয়ে বাংলা বিভাগের রিপা বানু এবং কার্যনির্বাহী সদস্য পদে সর্বোচ্চ ৫১ ভোট পেয়ে ইসলামিক স্টাডিজ বিভাগের মোঃ আশিকুর রহমান আকাশ, ৪৬ ভোট পেয়ে অর্থনীতি বিভাগের মোঃ জাকারিয়া এবং ৪৪ ভোট পেয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের মোঃ মেহেদী হাসান নির্বাচিত হন।
নির্বাচনকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি, ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন এবং প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক নির্বাচন কেন্দ্র পরিদর্শন করেন। তারা নির্বাচনের সুষ্ঠুতা ও সুশৃঙ্খল পরিবেশের প্রশংসা করেন।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক নাসির উদ্দিন আহমদ দায়িত্ব পালন করেন। এছাড়াও নির্বাচন কমিশনে ছাত্র-কল্যাণ দপ্তরের পরিচালক ড. কে. এ. এম. রিফাত হাসান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. নিবেদিতা রায়, সহকারী প্রক্টর মোঃ শফিকুল ইসলাম এবং আইন বিভাগের সহকারী অধ্যাপক মিফতাহুল হাসান উপস্থিত ছিলেন।
নতুন কার্যকরী পরিষদ আগামী এক বছরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির কার্যক্রমকে আরও গতিশীল ও সমৃদ্ধ করার লক্ষ্যে কাজ করবে বলে আশা প্রকাশ করা হয়েছে।