logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

News

"ক্যারিয়ার টক উইথ করপোরেট এক্সপার্টস" অনুষ্ঠিত

  • Published
  • 23 Apr, 2025
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং ক্লাবের আয়োজনে ২২ এপ্রিল ২০২৫-মঙ্গলবার "ক্যারিয়ার টক উইথ করপোরেট এক্সপার্টস" শীর্ষক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি।
অনুষ্ঠানে উপাচার্য মহোদয় বলেন, "শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে এ ধরনের প্রোগ্রাম অত্যন্ত সহায়ক। সাধারনত মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা কৌশলগত দিকনির্ধারণে সবসময় এগিয়ে থাকে। বিভাগের অ্যালামনাই করপোরেট এক্সপার্টরা এগিয়ে এলে শিক্ষার্থীরা সঠিক দিকনির্দেশনা পাবে।"
মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইমরানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন। এছাড়া, সহযোগী অধ্যাপক মোঃ মাহাদি হাসান জুয়েল স্বাগত বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে মার্কেটিং বিভাগের সাবেক শিক্ষার্থী ও বর্তমানে করপোরেট এক্সপার্ট হিসেবে কর্মরত বিশিষ্ট ব্যক্তিবর্গ শিক্ষার্থীদের সাথে ক্যারিয়ার সংক্রান্ত গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও অভিজ্ঞতা বিনিময় করেন।
অনুষ্ঠানে বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।