সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের তিন মেধাবী শিক্ষার্থী চলচ্চিত্র নির্মাণের জন্য বাংলাদেশ সরকারের অনুদান প্রাপ্তির গৌরব অর্জন করেছেন। এই উপলক্ষে ০৭ জুলাই ২০২৫, সোমবার অনুদানপ্রাপ্ত শিক্ষার্থীবৃন্দ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। উপাচার্য মহোদয় তাদের এ অভূতপূর্ব সাফল্যের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এসময় ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাহ মোঃ নিসতার জাহান কবির উপস্থিত ছিলেন।
উল্লেখ্য অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রগুলো হচ্ছে ‘একটি সিনেমার জন্য’ এবং ‘Who has made us fly?’ এরমধ্যে ‘একটি সিনেমার জন্য’ চলচ্চিত্রটির প্রযোজক ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী সাদমান শাহরিয়ার এবং পরিচালক ও চিত্রনাট্যকার একই ব্যাচের শিক্ষার্থী রাবী আহমেদ। ‘Who has made us fly?’ চলচ্চিত্রটির পরিচালক ও চিত্রনাট্যকার ১৫তম ব্যাচের শিক্ষার্থী শাহ সাকিব সোবহান। তারা প্রতিটি চলচ্চিত্র নির্মাণের জন্য ২০ লক্ষ টাকা করে অনুদান প্রাপ্ত হয়েছেন।