সম্প্রতি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস কালচারাল ফোরাম কর্তৃক আয়োজিত ‘ফোক অ্যান্ড কালচারাল ফেস্ট ২০২৫’-এর আন্তঃবিশ্ববিদ্যালয় আর্ট কম্পিটিশনে দেশের ১৬টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে।
এ প্রতিযোগিতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্রের প্রতিনিধিত্ব করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যথাক্রমে ফার্স্ট রানার্স আপ এবং সেকেন্ড রানার্স আপ স্থান অর্জন করে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্রের প্রতিনিধি হিসেবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের ১৪তম ব্যাচের শিক্ষার্থী মাহমুদুল হাসান তনয়। এ উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি, সাংস্কৃতিক কেন্দ্রের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং বিশ্ববিদ্যালয়ের সাফল্যে সন্তোষ প্রকাশ করেন।
এসময় সংগঠনের উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন, সহকারী উপদেষ্টা জনাব মুহাম্মদ কামরুল ইসলাম, সভাপতি নু মু প্রু মারমা, সাধারণ সম্পাদক আল আরবী শিকদারসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।