logo

Copyright ©2024 Jagannath University. All Rights Reserved

Success Stories

অস্ট্রেলিয়ায় কোডিং ফেস্ট ২০২৫-এ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাফল্য

  • Published
  • 31 Aug, 2025
অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয়ে ২৯ জুলাই ২০২৫ তারিখে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিযোগিতা “Coding Fest 2025”-এ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের মোঃ রাশেদুল আলম, অধ্যাপক ড. জুলফিকার মাহমুদ এবং ড. সজীব সাহা প্রণীত “Disaster Aid” প্রকল্পটি “AI for Safety, Risk, and Resilience” ক্যাটাগরিতে বেস্ট প্রজেক্ট চ্যাম্পিয়ন এওয়ার্ড অর্জন করেছে। এই প্রকল্পটি বাস্তব জীবনে নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগকে উদ্ভাবনীভাবে তুলে ধরে।
আরেকটি চ্যাম্পিয়ন প্রকল্প “A Lightweight and Explainable CNN Model for Detecting Microplastics from Holographic Images”, যার প্রণেতারা ছিলেন হাবিবুর রহমান রিফাত, আরুন রায়, মো. শামীম বিন শাহিদ, এবং অধ্যাপক ড. মো. মনোয়ারুল ইসলাম। এই প্রকল্পে হালকা ও ব্যাখ্যাযোগ্য সিএনএন আর্কিটেকচার ও হোলোগ্রাফিক ইমেজিং ব্যবহার করে সীমিত সম্পদে দ্রুত ও নির্ভুল মাইক্রোপ্লাস্টিক শনাক্তকরণের একটি নতুন পদ্ধতি প্রস্তাব করা হয়েছে। এই সমাধান পরিবেশগত পর্যবেক্ষণ ও তথ্য-ভিত্তিক নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।
একই ক্যাটাগরিতে রানার-আপ হিসেবে নির্বাচিত হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আরেকটি দল, যাদের প্রকল্পটির শিরোনাম ছিল “Enhanced Graph Signal Reconstruction Using Adaptive and Multi-Scale Clustering Techniques”।
এই সফলতা উপলক্ষে ২৮ আগস্ট ২০২৫ (বৃহস্পতিবার) সিএসই বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি’র সাথে শুভেচ্ছা বিনিময় করেন। উপাচার্য এওয়ার্ড প্রাপ্ত সবাইকে আন্তরিক অভিনন্দন জানান।
উল্লেখ্য, এই প্রতিযোগিতায় বিশ্বের খ্যাতনামা ৫০০-এরও বেশি প্রতিযোগী অংশগ্রহণ করে এবং প্রায় ৬০টি প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করা হয়। উল্লেখযোগ্য অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ের মধ্যে ছিল University of Sydney, University of New South Wales (UNSW), University of Technology Sydney (UTS), এবং Macquarie University।