সম্প্রতি সরকারি তিতুমীর কলেজ আয়োজিত “শহীদ তিতুমীর স্মৃতি স্মারক জিটিসি ডিসি ১ম জাতীয় বিতর্ক উৎসব ২০২৫”-এ জগন্নাথ ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (জেএনইউডিএস) রানারআপ হওয়ার গৌরব অর্জন করেছে। এ উপলক্ষে বিতার্কিক দলটি ১ সেপ্টেম্বর ২০২৫, সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি এবং ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন-এর সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় উপাচার্য মহোদয় ও ট্রেজারার মহোদয় বিতার্কিকদের অভিনন্দন জানান।
দুই দিনব্যাপী (২৯ ও ৩০ আগস্ট) অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় সেমিফাইনালে জগন্নাথ ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিকে পরাজিত করে ফাইনালে পৌঁছে। ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে জগন্নাথ ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন।
জেএনইউডিএস-এর হয়ে বিতর্কে অংশগ্রহণ করেন আইন বিভাগের মাঈন আল মুবাশ্বির, গণিত বিভাগের মুনিব মুসান্না এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আহনাফ তাহমিদ শাফি। উল্লেখযোগ্যভাবে মাঈন আল মুবাশ্বির “ডিবেটর অব দ্য ফাইনাল” নির্বাচিত হন।