জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ আয়োজিত 'US Embassy: Exchange Opportunities' সেমিনারে অংশগ্রহণের পর, ভূগোল ও পরিবেশ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নুরুন নাহার শ্রাবনী U.S. Department of State-এর Study of the U.S. Institutes for Global Student Leaders প্রোগ্রামে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন। তিনি আগামী ২৪শে জুন থেকে ২৬শে জুলাই পর্যন্ত নেভাডা, মার্কিন যুক্তরাষ্ট্রে এই প্রশিক্ষণে অংশ নেবেন।
এই উপলক্ষে ৮ মে ২০২৫, বৃহস্পতিবার শ্রাবনী এবং সেমিনার আয়োজক একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শামসুন নাহার (ইউএস এক্সচেঞ্জ অ্যালামনাই) উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। উপাচার্য মহোদয় এ সময় উক্ত শিক্ষার্থীকে শুভেচ্ছা জানান।
উল্লেখ্য যে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী এই প্রথম এধরনের এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশগ্রহনের সুযোগ পেয়েছে।